Related Articles

৪ Comments

  1. 1

    Abbas Islam Khan

    কিছুটা তো কাজ হয়েছেই। সাধারণত এই ধরণের ক্যাম্পেইনের রেজাল্ট সাথে সাথে পাওয়া যায় না। তবে ভাল কাজে দিয়েছে। অনেক ব্যবসায়ী লসের কারণে ইসরাঈল ছেড়ে চলে গিয়েছে। ইসরাঈলের কয়েকশত ধনী ব্যবসায়ীরা সরকারকে দেশের ইকোনমি ধ্বংস হয়ে যাওয়ার হুমকি দিয়েছে। বিশেষ করে পাশ্চাত্যে আগের চেয়ে অনেক বেশী ক্ষোভ ও ঘৃণা জন্মেছে ইসরাঈলের বিরুদ্ধে।
    এই ক্যাম্পেইনের রেজাল্ট যতটুকু এসেছে সেটাই বা কম কি সে! সবচেয়ে মজার বিষয় হলো ইসরাঈলের পণ্য সবচেয়ে বেশী বিক্রি হয় ফিলিস্তিনে, কারণ এখানে সাধারণ অন্য জায়গা থেকে পণ্য আসতে পারে। সেই ফিলিস্তিন এখন সরব বিপ্লব চলছে ইসরাঈলী পণ্য বিক্রির বিপক্ষ্যে। নিচে লিঙ্ক দেয়া ডকুমেন্টারীটি দেখতে পারেন। কিছুটা জানতে পারবেন এই ক্যাম্পেইন সম্পর্কে: https://www.youtube.com/watch?v=_DLbiZUfq-s

    1. 1.1

      সীমান্তের বিদ্রোহী

      ধন্যবাদ এটা শেয়ার করার জন্য। 🙂

  2. 3

    সীমান্তের বিদ্রোহী

    নোমান ভাই@ঐ সময়ের ইসরাঈলী পণ্য বর্জনে ইসরাঈল প্রচুর ক্ষতিগ্রস্ত হয়েছিলো।কিন্তু ইসরাঈল এখন ঘুরে দাড়াচ্ছে।হয়ত কিছু সময়ের মধ্যে আবার পূর্বের অবস্হানে চলে যাবে।এজন্য এই বর্জনটা ধারাবাহিকভাবে ধরে রাখতে চাই।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.